Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 01/04/2024, 01:51:47 UTC
Adjustments to Merit calculation

প্রথমে ভেবেছিলাম যারা এক লাইনের কম অর্থাৎ শুধুমাত্র রিজার্ভ বা আরইএস প্রুফ অফ অথেন্টিকেশন পোস্ট লিখে রাখে তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু বিষয়টা পরে খেয়াল করলাম আমি আজকে এপ্রিলের এক তারিখে রয়েছি। হয়তো ফোরামের এডমিনের এটি একটি নতুন কৌশল এবং আমাদের বোকা বানানোর একটি কৌশল মাত্র। আজকে এপ্রিলের শুরু হওয়া প্রথম দিন তাই আজকে এপ্রিল ফুলের অভাব হবে না। সবাই এপ্রিল ফুলের জন্য অপেক্ষা করুন।

প্রোফাইল দেখে আরো এপ্রিলফুল হয়ে গেলাম, ছিলাম ফুল মেম্বার ১১৮ মেরিট কিন্তু বানিয়ে দিয়েছে মেম্বার 87 মেরিট। সত্যিই থেমাস মা দেখিয়ে দিল। I am April fooled.

আপনার তো মেরিট কমিয়ে দিয়েছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমার টেলিগ্রাম বট নটিফায়ারে নোটিফিকেশন আসছে আপনার একাউন্ট পার্মানেন্টলি ব্যান করা হয়েছে এখানে চেক করুন। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, আমার একাউন্ট কেমনে ব্যান হইলো। আমার ক্ষেতে আবার অন্য ঘটনা ঘটছে মেরিট দেখি আস্তে আস্তে বাড়তে চলেছে, তখন ভাবলাম কেউ মেরিট দিলো না কেমনে মেরিট বাড়লো। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম এখন খুবই মজা পাচ্ছি  Grin

বিষয়টি আমার ক্ষেত্রেও ঘটেছে এবং আমি প্রথমে অনেক ভয় পেয়েছিলাম ভেবেছিলাম কি এমন ভুল করলাম যার কারণে এত বড় শাস্তির মুখোমুখি হতে হলো। রেজনে গিয়ে সরাসরি নোটিফিকেশন বটে এরকম অনেক ইউজারকে নোটিফিকেশন বট থেকে মেসেজ দেওয়া হয়েছে আমার মতই তখন বুঝলাম বিষয়টি অন্যরকম যা প্রতি বছরই আমাদেরকে নতুন নতুনভাবে উপস্থাপন করা হয়। তখন ভয় না পেয়ে ক্লাইম ডাউনলোড হয়ে গেলাম এবং আরো অনেকের বিষয়ে খেয়াল করলাম কারো কারো মেরিট বেড়েছে, কারো কারো মেরিট কমেছে, কারো কারো অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে, কারো কারো অ্যাকাউন্ট থেকে মেরিট কমিয়ে মাইনাস করে দেওয়া হয়েছে, কারো অ্যাকাউন্ট পোষ্ট করা মাত্রই মেরিট এতটাই বৃদ্ধি পাচ্ছে অথচ কেউ মেরিট দিচ্ছে না এই বিষয়গুলো খেয়াল করে খুব মজা পাচ্ছিলাম। যাহোক আজকে এপ্রিলের প্রথম দিন যার কারণে এরকম কিছু মজা আমরা প্রতি বছরই পেয়ে থাকি। ফোরামের এডমিনের মাধ্যমে এরকম মজা পেলাম আপনারা প্রস্তুত থাকেন অনেক ক্যাম্পেইন ম্যানেজার ক্যাম্পেইন এনে আপনাদেরকে মজা দেবে। আমরা সবাই তাদের মজা পান ভরে অনুভব করব।