মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
প্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [22]
দিন যতই যাচ্ছে আমাদের লোকাল থ্রেড এর পোস্ট এক্টিবিটি কমে যাচ্ছে। গতবছর যেখানে ৪০০-৫০০ করে পোস্ট হয়েছে, বর্তমানে পোস্ট মাসে ১৫০+ হয় না। এটা খুবই দুঃখজনক সবাই এক্টিব থাকা কমিয়ে দিয়েছেন। এমনে এক্টিবিটি থাকলে মনে হয় না আমারা এবছরে লোকাল বোর্ড পাবো। আপনারা সকলেই এক্টিব হওয়ার চেষ্টা করুন।
যাইহোক, আমিই পোস্ট করি না বেশি মাত্র ২২ পোস্ট করেছি, তাই পোস্টদাতার মধ্যে ১ নাম্বারে রয়েছি। অনেকেই ৪-৫ টা পোস্ট করেও ৮-১০ নাম্বারে রয়েছে। আগে যখন বেশি পোস্ট হতো ২০-২২ পোস্ট করলে ৮-১০ নাম্বারে থাকা লাগতো। পোস্ট সংখ্যা উন্নত না হলে শুধু অবনতি হচ্ছে, এ মাসেও মেবি আরো কম হতে পারে। সকলেই এক্টিব হয়ে যান মিয়া।