Post
Topic
Board Other languages/locations
Re: মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
BTC_pokaop
on 03/04/2024, 03:06:10 UTC
9. BTC_pokaop [4]
বাহ, আমি পোস্ট করার দিক দিয়ে ৯ নাম্বারে। এখানে অনেক বড় ব্যাংকের ইউজাররা রয়েছে, আমি ২০-২৫ নম্বরে থাকার কথা কিন্তু আমি ৯ নাম্বার হয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছে সবার মাঝে নয় নাম্বারে।


বিটকয়েনের দর পতন হচ্ছে যাহারা এখনো বিলম্ব করে বিটকয়েনে বিনিয়োগ করেন নাই তাহারা দেরি না করে জলদি বিনিয়োগ শুরু করে দিন। ২০২৫ সালে এমন হতে পারে যে আপনার বাড়ি পাশ দিয়ে বাস গেছে, কিন্তু আপনি বাস মিস করেছেন এমনটা মনে হবে। বর্তমান বিটকয়েনের মূল্য ৬৬০০০ নিচে, হয়তো বিটকয়েন হালবিং এর আগে ৬০ হাজারের নিচে নামতে পারে। কেউ বাস মিস করবেন না।।
হ্যাপি রমাদান মোবারক!!!