কারো কি নেটে ঝামেলা করতেছে? আমার কোনো কিছু চলতেছে না।ওয়াইফাই এ "No Internet" মেসেজ দেখাচ্ছে। তবে কাকতালীয় ভাবে ফেসবুক আর টেলিগ্রাম চলতেছে। পরে ভিপিএন লাগালাম, হাতে গোনা কিছু সাইট এ ঢুকতে পারলাম। তবে এখনো বেশিরভাগ সাইটে ঢোকেনা। "DNS PROBE FINISHED", "PROXY ERROR" এমন এরর মেসেজ।
আমি ফেইসবুকে অথবা অন্য কোথাও দেখেছিলাম মনে হয় যে বিটিসিএল পোস্ট করে জানিয়েছে যে তাদের ওখান থেকে কিছু কারগরি ত্রুটির কারনে কিছু সরকারি ওয়েবসাইট এক্সেস করা যাচ্ছে না। এছাড়াও আরো কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তবে গতকাল সারাদিনে আমি এমন কোনো সমস্যার সম্মুক্ষীন হই নাই। যদিও আমি শুনলাম যে কারো কারো নাকি সমস্যা হচ্ছে। আমার আই এস পি দিয়ে তেমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই।
বিশেষভাবে অভিনন্দন জানাই @Learn Bitcoin ভাইকে, Learn Bitcoin ভাইয়ের সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে পদোন্নতি হয়েছে।
আপনাকে ধন্যবাদ।
হিরো মেম্বার হয়ে ভালো লাগছে। এর চাইতে বেশি কি বলবো। আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। লোকাল কমিউনিটির সাপোর্ট ছাড়া ফোরামে টেকা মুশকিল। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।