কংগ্রাচুলেশন ভাই🥹। বেশি কিছু বলবো না, ট্রিট দিয়েন ছোট ভাইরে, তার উপর সামনে আবার ঈদ। যদি এক্টিভিটি লিমিট না থাকতো তাহলে ২-৪ মাসে লিজেন্ডারিও হয়ে যেতেন।
বাইদাওয়ে আপনার ব্যবসার কি অবস্থা, সব গুচগাজ শেষ?
আপনাকে ধন্যবাদ ভাই। ট্রিট হয়তো দেয়া যাইতো আপনি আমার লোকাল এড়িয়ার হলে। কিছুদিন আগে আমাদের লোকাল কমিউনিটির একজন বড় ভাইয়ের খুব কাছে গিয়েছিলাম, উনি অন্য একজনের মাধ্যমে আমাকে একটা গিফট অব্দি পাঠিয়েছেন। কিন্তু প্রাইভেসি মেইন্টেইন করার কারনে এতো কাছে গিয়েও দেখা করা সম্ভব হয়নি। দেশের অবস্থা ভালো না। সবাই প্রাইভেসি মেইন্টেন করবেন, এটাই আশা করবো। আর ব্যাবসার কথা কি বলবো, তবে আল্লাহ যা করেন, সবই ভালো।
লোল ভাই, স্ক্যামার রে উল্টাস কেন কইরা দিছেন। আপনার মতন কাজ একটা ইউটিউবারও করেছিল ২০০ টাকা আর্নিং করার পরে তার ভিডিও দেখেছিলাম।
আসলে আমি স্ক্যাম করে দিছি বললে ব্যাপারটা ভুল হবে। কারণ সে নিজে থেকেই আমাকে কাজের জন্য পেমেন্ট করেছে। সে যদি মনে করে যে তার ২ টা চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমাকে ১ ডলার দিবে, আমি তো আর সাবস্ক্রাইব না করে পেমেন্ট নেই নাই। আমি তার কাজ করেছি, এবং সে আমাকে কাজের বিনিময়ে বিকাশে পেমেন্ট দিছে। তার অন্য কাজ আমি করবো না, এটা আমার ব্যাপার। স্ক্যামারদের উৎপাত দেশে অনেক বেড়ে গেছে। বিশেষ করে আফ্রিকান স্ক্যামারের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন। সবাই সতর্ক থাকবেন।