আসলে আমি

করে দিছি বললে ব্যাপারটা ভুল হবে। কারণ সে নিজে থেকেই আমাকে কাজের জন্য পেমেন্ট করেছে। সে যদি মনে করে যে তার ২ টা চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমাকে ১ ডলার দিবে, আমি তো আর সাবস্ক্রাইব না করে পেমেন্ট নেই নাই। আমি তার কাজ করেছি, এবং সে আমাকে কাজের বিনিময়ে বিকাশে পেমেন্ট দিছে। তার অন্য কাজ আমি করবো না, এটা আমার ব্যাপার। স্ক্যামারদের উৎপাত দেশে অনেক বেড়ে গেছে। বিশেষ করে আফ্রিকান স্ক্যামারের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন। সবাই সতর্ক থাকবেন।
না ভাই আপনি স্ক্যামই করেছেন।
তবে ভাই এদের সাথে এটাই করা উচিত আমি আসলে ভুল করেছি আমিও যদি ২০০ টাকা করে নিয়ে নিতাম ভালো হতো ওরা যেরকম ট্রিক্স থাকে আমাদের কাছ থেকে টাকা নাই আমাদেরও এটাই করা উচিত।
Source.আমাদের পরিবেশটা কেমন যেন আবার ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ ১ জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যারা এতদিন ফ্রিল্যান্সার বা আইটি প্রফেশনাল হিসেবে প্রফেশন বা ইটিন অথবা অন্যান্য আইডি কার্ড ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছেন এবং নিজেরা চলতেছিলেন। তাদের জন্য আগামীতে হয়তোবা ১০% আরোপ করা হবে। এর পূর্বে যখন এই ধরনের একটা নিউজ আসছিল তখন সবাই এটা দ্বিমত পোষণ করছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। কিন্তু এবার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত বা এসব বিষয় নিয়ে যারা কাজ করে তারা এখন এটা নিয়ে কথা বলছে।
ভাই, আমাদের পরিবেশটা কবে ঘোলাটে ছিল না, পরিবেশটা আমাদের দেশে সব সময় ঘোলাটে ছিল এবং সেটাই সামনেও হতে যাচ্ছে। তবে আমরা যারা ক্রিপ্ত কারেন্সি এর সাথে যুক্ত আছি এদের তো আর ফ্রিল্যান্সার বললে হচ্ছে না এরা হইলো অবৈধ মানিলন্ডার।

তবে ভাই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আয়ের ওপরে যে ট্যাক্স দিতে হতো না এটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে E-TIN যাদের রয়েছে তাদের ১৫% এর জায়গায় ১০% ইনকাম ট্যাক্স দিতে হয়। আর যতটুকু জানি পুরুষ মানুষের সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম থাকলে সেটাকে ট্যাক্সের আওতাভুক্ত করা হয়।