Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 06/04/2024, 09:42:12 UTC
না ভাই আপনি স্ক্যামই করেছেন।(Fun) Tongue
কি পরিমাণের বাটপার প্রথমে ২০০ টাকা পে আউট করবে এবং তারপর আপনাকে গ্রুপে এড করবে এবং সেখানে ডিসকাশন এমন থাকবে যে সে ১০ হাজার টাকা ডিপোজিট করে বিশ হাজার টাকা টাকা ইনকাম করছে। আর পরবর্তীতে যে লোভে পড়ে ১০ হাজার টাকা তাদের পাঠাবে তার ৯৮০০ টাকা  স্ক্যাম।
তবে ভাই এদের সাথে এটাই করা উচিত আমি আসলে ভুল করেছি আমিও যদি ২০০ টাকা করে নিয়ে নিতাম ভালো হতো ওরা যেরকম ট্রিক্স থাকে আমাদের কাছ থেকে টাকা নাই আমাদেরও এটাই করা উচিত।

এটা স্ক্যাম না হলেও, স্ক্যামারদের কে স্ক্যাম করার যে একটা আনন্দ, সেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলে বুঝা যায়। কিটবুগা নাকি কি একটা চ্যানেল যেনো ছিলো, এক সময় আমি তার ভিডিও দেখতাম যে কিভাবে তারা স্ক্যামারদেরকে বিরক্ত করে। সামনে ঈদ এগিয়ে আসছে, আর স্ক্যামারদের কাজের পরিমান অনেক বেশি পরিমানে বেড়ে গেছে। সপ্তাহ খানেক আগে আমার এক বন্ধু বিদেশ থেকে আমার কাছে হুন্ডি ব্যাবহার করে নগদে টাকা পাঠিয়েছে। গতকাল একটা স্ক্যামার ফোন দিয়ে বলতেছে ভাইয়া এতো টাকা পাঠাইছিলাম পেয়েছিলেন? মজার ব্যাপার হলো ট্রু কলারে কে যেনো ওর নাম্বার বিকাশ স্ক্যামার নামে সেভ করে দিছে। মুচকি একটা হাসি দিয়ে একটা গালি দিয়ে ফোন রেখে দিলাম। তারাবির নামাজ পড়ে বাসায় আসার পর আরেক নাম্বার থেকে কল দিয়ে বলতেছে আপনার নগদ একাউন্ট বন্ধ করে দিয়েছি। আমি সুন্দর করে বললাম মাদার**, কোন ** ফালাইতে পারোস ফালা গিয়া। হুদাই আমার টাইম নষ্ট করিছ না। তারপর আস্তে করে কেটে দিছি। চাইলে মজা নিতে পারতাম, কিন্তু আমি সারাদিন থাকি ব্যাস্ত, এদের সাথে টাইম নষ্ট করার কোনো মানে হয় না।