ভাই, আমাদের পরিবেশটা কবে ঘোলাটে ছিল না, পরিবেশটা আমাদের দেশে সব সময় ঘোলাটে ছিল এবং সেটাই সামনেও হতে যাচ্ছে। তবে আমরা যারা ক্রিপ্ত কারেন্সি এর সাথে যুক্ত আছি এদের তো আর ফ্রিল্যান্সার বললে হচ্ছে না এরা হইলো অবৈধ মানিলন্ডার।

তবে ভাই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আয়ের ওপরে যে ট্যাক্স দিতে হতো না এটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে E-TIN যাদের রয়েছে তাদের ১৫% এর জায়গায় ১০% ইনকাম ট্যাক্স দিতে হয়। আর যতটুকু জানি পুরুষ মানুষের সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম থাকলে সেটাকে ট্যাক্সের আওতাভুক্ত করা হয়।
ভাই এখানে সবার শিক্ষার অভাব আছে,

কারণ এক ডলার ইনকাম করলেও সেটার জন্য বৈধতা নেওয়ার জন্য সবাই লাফালাফি করে বড় বড় নিউজ পেপার গুলা বা অনলাইন পোর্টাল গুলা নিউজ করে যে অমুক জন এতো ডলার ইনকাম করেছে। এগুলা আসলে শিক্ষার অভাব এখন বুঝবে, যারা এতদিন মনে করেন যারা ইউটিউব থেকে ইনকাম করছে বা বিভিন্ন মাধ্যমে ইনকাম করে ফ্রিল্যান্সিং এসে সম্পাদক তথ্য দিয়েছে। তারা তথ্য লুকাইতে পারবে না গাড়ি-বাড়ি থেকে শুরু করে ব্যবহারের যা কিছু করছে সবকিছুর উপুড়ে এবার মনে করেন ট্যাক্স বসবে। ভাই আমার নিজের ইটিন করা আছে আমি দুইবার রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার কোন চার্জ আসেনি যদিও আমি অনলাইনে নিজে নিজেই সব করেছি এই কারণে হয়তো চার্জ আসে না।