Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Negotiation
on 14/04/2024, 07:00:26 UTC
~শুভ নববর্ষ ১৪৩১~

নতুন বছরের শুরুতেই নিজের পায়ে কুড়ুল মারলো ইরান। Crypto market ঘুরে দাঁড়াবে। কিন্তু এই ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে না। ইরানের বর্তমান শাসককে শেষ করে দেবে ইসরায়েল। নিজের শেষের শুরু নিজেই লিখলো খামেনেই...

https://twitter.com/khamenei_ir/status/1779250053909028956
রকেট হামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই ১০ মিনিটে ৬০০০ ডলার বিটকয়েন শেষ। আমি জীবনে শেষ হয়ে গেছি।৪০০০ ডলার দিয়ে Dogwifhat কিনেছিলাম। কয়েকদিন কিছু কিছু লাভ করেছিলাম কিন্তু এখন আমার ১৫০০ ডলার শো করছে। আশা করছি আগামী হালবিং এর পরে এ ডলারও শো করবে না। শালার মার্কেট দেখাইছে কলা খাইতে দিছে করলা। এই মার্কেট খুব সম্ভবত হ্যাল্ভিং এর পরবর্তী এক বছরেও রিকভারি হওয়ার কোন সম্ভাবনা নেই। যখন মার্কেটে নেগেটিভ এনাউন্সমেন্ট আসতে শুরু করে তখন মার্কেটে সামান্য এনাউন্সমেন্টে হিউজ পরিমাণ ডাম্পিং হতে থাকে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মার্কেটের কন্ডিশন ঠিক হবে।

WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে।
এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।

ভাই আপনারা অভিজ্ঞ মানুষ যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে কেমন ভাবে চলে।  আপনি আমি সবাই জানি যে মার্কেট যদি ডাম্প  হয় তাহলে রিকভারি করতে সময় লাগে, কিন্তু এখন যেহেতু কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার মত অবস্থা বা অলরেডি গেছে।  এখন এটা সাধারণ বিষয় যে রিকভারি করতে হয়তো সময় লাগবে আবার যদি সবকিছু মীমাংসা হয়।  তাহলে খুব দ্রুতই ঘোরে দাঁড়াতে পারবে মার্কেট, কিন্তু এটা নির্ভর করছে ইসরাইল ইরান ও আশেপাশের দেশগুলোর মধ্যে।