রকেট হামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই ১০ মিনিটে ৬০০০ ডলার বিটকয়েন শেষ। আমি জীবনে শেষ হয়ে গেছি।৪০০০ ডলার দিয়ে Dogwifhat কিনেছিলাম। কয়েকদিন কিছু কিছু লাভ করেছিলাম কিন্তু এখন আমার ১৫০০ ডলার শো করছে। আশা করছি আগামী হালবিং এর পরে এ ডলারও শো করবে না। শালার মার্কেট দেখাইছে কলা খাইতে দিছে করলা। এই মার্কেট খুব সম্ভবত হ্যাল্ভিং এর পরবর্তী এক বছরেও রিকভারি হওয়ার কোন সম্ভাবনা নেই। যখন মার্কেটে নেগেটিভ এনাউন্সমেন্ট আসতে শুরু করে তখন মার্কেটে সামান্য এনাউন্সমেন্টে হিউজ পরিমাণ ডাম্পিং হতে থাকে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মার্কেটের কন্ডিশন ঠিক হবে।
বিষয়টা অনেকটা লুনা এর ঘটনার মতন ঘটেছে দেখা যায়, লুনা এর ইনসিডেন্ট এর সময় আমার নিজে এবং আমার আশেপাশের বেশিরভাগ লোকই যা ইনভেস্টমেন্ট করেছিল তার সম্পূর্ণই হারিয়েছে। আমিও আসলে কনফিউজ যে হঠাৎ করে মার্কেট কেন এত ডাম্প করল ইরানের হামলার জন্য এই মার্কেট এইভাবে তো ডাম্প খাওয়ার কথা না। তাছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজ পাবলিস্ট করা ওয়েবসাইটগুলোতেও রিলেটেড কোন আর্টিকেল পেলাম না।
যাইহোক হয়তো বিটকয়েন কারেকশনের জন্য নিচের দিকে নামতেছে। আমিও আপনার মতন একটা ভুল করেছিলাম আমি লাঞ্চপুলে পাওয়া ৭টি নিউ লিস্টেড SAGA coin হোল্ড করতে ছিলাম কারণ এটি আমার এখন ভালো প্রজেক্ট মনে হওয়ায় ভেবেছিলাম এটি প্রতি টোকেন অ্যারাউন্ড ১০ ডলার পর্যন্ত যাবে যাই হোক পয়েন্টে ৭ ডলারের উপরে উঠেছিল যাতে আমার ৫০ থেকে ৬০ ডলার প্রফিট হতো এই লাঞ্চপুল এ, এখন সেই অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছে ৩০ ডলারের নিচে, যদিও এখনো এটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি ভবিষ্যতে বাড়লে বাড়বে না হলে থাক।