আমিও আসলে কনফিউজ যে হঠাৎ করে মার্কেট কেন এত ডাম্প করল ইরানের হামলার জন্য এই মার্কেট এইভাবে তো ডাম্প খাওয়ার কথা না। তাছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজ পাবলিস্ট করা ওয়েবসাইটগুলোতেও রিলেটেড কোন আর্টিকেল পেলাম না।
একটা ব্যাপার জানেন নিশ্চই যে পজেটিভ নিউজ পাবলিক তেমন একটা খায় না। নেগেটিভ নিউজ অনেক বেশি খায়। বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট ডাউন হওয়ার জন্য খুব বেশি নেগেতিভ নিউজের দরকার হয় না। আমি একটা এন্যালাইসিস থেকে যতটুক জানতে পারছিলাম যে আমেরিকাতে আজকে ট্যাক্স ডে। ট্যাক্স ডে এর আগে সাধারনত ইনভেস্টর রা তাদের এসেট কম দেখানোর জন্য এসেট সেল করে থাকে। অনেকে আবার ট্যাক্স পে করার জন্য তাদের শেয়ার সেল করে থাকে। এটা বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটে কোনো এফেক্ট করেছে কিনা জানি না।
তবে ইজরায়েল আর ইরানের ওয়ার একটা এফেক্ট তো সব বাজারেই করেছে। ক্রিপ্টো মার্কেটেও তার ব্যাতিক্রম না। আমরা ধরে নিয়েছিলাম বিটকয়েন আপাতত আর ডাম্প করবে না। তবে সবাইকে ভুল প্রমান করে দিয়ে বিটকয়েন নিজের মতো করে ক্যান্ডেল বানাচ্ছে।