Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
~speedx~
on 15/04/2024, 07:23:33 UTC
WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে।
এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।
ভাই অনেকদিন ধরে লিকুয়েডেশন নিয়ে আমার কনফিউশন রয়েছে লিকুয়েডেশন  কাকে বলে আমাকে কি কেউ একটু ক্লিয়ার করে দিবেন?
লিকুয়েডেশন কি ট্রেডিং  বলিউম অথবা ট্রেডিং ভলিউম কমা এরকম কোন কিছু?
সবার উদ্দেশ্যে প্রশ্ন রইল দয়া করে একটু ক্লিয়ার করে দিবেন.