তবে ইজরায়েল আর ইরানের ওয়ার একটা এফেক্ট তো সব বাজারেই করেছে। ক্রিপ্টো মার্কেটেও তার ব্যাতিক্রম না। আমরা ধরে নিয়েছিলাম বিটকয়েন আপাতত আর ডাম্প করবে না। তবে সবাইকে ভুল প্রমান করে দিয়ে বিটকয়েন নিজের মতো করে ক্যান্ডেল বানাচ্ছে।
ভাই ইরান এবং ইসরাইলের যুদ্ধ এর কারণে গোটা পৃথিবী এখন হুমকির মুখে। কারণ তারা যাদি যুদ্ধ বাধিয়ে ফেলে ভালোভাবে। তাহলে গোটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ গোটা বিশ্বকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে।
ভাই আপনাকে মেসেজ দিছিলাম টেলিগ্রামে ।
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।

ভাই আমার কোনো ইনভেস্ট ও নাই লস ও নাই । 