Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 17/04/2024, 05:52:58 UTC
ভাই ইরান এবং ইসরাইলের যুদ্ধ এর কারণে গোটা পৃথিবী এখন হুমকির মুখে। কারণ তারা যাদি যুদ্ধ বাধিয়ে ফেলে ভালোভাবে। তাহলে গোটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ গোটা বিশ্বকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে।
 

যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।

ভাই আপনাকে মেসেজ দিছিলাম টেলিগ্রামে ।
টেলিগ্রামে অনেক বেশি গ্রুপ আর চ্যানেলে জয়েন করার কারনে মেসেজ নিচে চলে যায়। আপনি এখানে না বললে আমি জানতাম না আপনি মেসেজ দিছেন। রিপ্লাই দিছি দেখেন।