যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।
ভাই ইরান এমন একটা দেশ যেখানে ইরান সে দেশের মানুষকে কেউ যদি মেরে ফেলে তাহলে সেই লাশ দেখে আগে প্রতিশোধ নেয়। তারপরে তারা লাশের জানাজা দেয় এখন ইরানের আশেপাশে যে সকল দেশ আছে এটা যদি ইরানের সাথে উল্টাপাল্টা কিছু করে, তাহলে এটার ফলাফল যে ভালো হবে না তারা ভালোভাবেই জানে। এখন এখানে মূল সমস্যাটা হচ্ছে স্থানীয় রাজনীতি, অনেক দেশের সাথে ইসরাইলের খুব ভালো সম্পর্ক বা স্থানীয় রাজনৈতিক কারণে ইসরাইলের পক্ষ নিয়েছে। কিন্তু অনেক আরব দেশ আবার বলেছে তাদের আরব দেশে ভূমি থেকে ইরানকে আক্রমণের জন্য সুযোগ দিবে না। এখন সামনে দেখতে হবে যে আসলে পলিটিক্স কোন দিকে মোড় নেয়।