রাজনীতিতে মোড় যেকোন দিকে নিতে পারে। আমি মূলত আরব দেশগুলোর উপর দোষারোপ করব বিশেষ করে সৌদি আরব যদি ভালোভাবে বিষয়টি সমাধান করে দেয় তাহলে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সৌদি আরব নিজেই বিষয়টি নিয়ে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে না। সৌদির সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে এটা সৌদি আরব কখনো নষ্ট করতে চায় না এজন্যই হয়তো ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুটা সৌদি আরবের কাছে খুব গুরুত্ব পায় না।
সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।