সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, সৌদি আরবের এমন আচরন মোটেও পছন্দ করলাম না। যেখানে মুসলমানরা বিপদে পরে রয়েছে, সেখানে সৌদি আরব থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমারা মুসলমান একে অপরের ভাই তাই কোন মুসলমান বিপদে পরলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ভাই কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সৌদি আরবে এখন গান বাজনার কনসার্ট হয়, আসলে এগুলো কিয়ামতের আলামত। সাধ্য তো নাই যুদ্ধ করে ফিলিস্তিনি ভাইয়েদের পাশে দাড়ানোর দুয়া করি ফিলিস্তিনি ভাইদের কে যেন আল্লাহ তায়ালা রক্ষা করেন এবং আল্লাহ যেন ইসরাইল দেশের সকল কে হেদায়েত দান করেন।
আরবরা যদি আরো ভয়াবহ অবস্থাও বিরাজ করে এবং খারাপ হয়েও যায় তবুও মহানবি সাঃ তাদের সম্পর্কে বাজে মন্তব্য করতে নিষেধ করেছেন। মক্কা মদিনার অবস্থা সামনের দিনগুলোতে আরো খারাপ হয়ে যাবে বিশেষ করে সৌদি আরবের আইন শৃঙ্খলা ও রাষ্ট্রীয় বিধি আরো বাজে অবস্থায় গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করতে নিষেধ করেছেন।
গান-বাজনা একটু দূরে থাক বর্তমানে সৌদি আরবে সিনেমা হল পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে।
তাছাড়া পৃথিবীর সমস্ত দেশ মিলে যত সংখ্যক খাবার নষ্ট করা হয় তার চেয়ে বেশি খাবার নষ্ট হয় সৌদি আরবে অথচ সৌদি আরবের এই খাবার নষ্ট না করে যদি অসহায় দেশগুলোতে দিয়ে দেওয়া হয় তাহলে অনায়াসে কয়েকটা দেশ সচ্ছলভাবে চলতে পারবে।
যাহোক সৌদি আরবের মানুষের আচরণ নিয়ে কোন প্রকার মন্তব্য করতে চাই না এবং করাও উচিত হবে না। আল্লাহ পৃথিবীর সকল সমস্যা দূর করে দিন এবং আমার ফিলিস্তিনি বাসির উপর তোমার শান্তি নাযিল করুন।