জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।
গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা।