আপনি যে কয়েনগুলো কিনেছেন, তার মধ্যে ইথেরিয়াম এবং সোলানা নিয়ে কোনো ভয় পাওয়ার কথা না। এখান থেকেও যদি বিয়ার মার্কেট চলে আসে, তবুও সামনে আপনি এটা থেকে রিকোভার করতে পারবেন। অন্যান্য যেগুলোতে ইনভেষ্ট করেছেন, সেগুলো রিস্কি প্রজেক্ট। সেগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি মন করি ইমার্জেন্সি সময়ের টাকা হাতে রেখে তবেই ক্রিপ্টোতে ইনভেষ্ট করা উচিৎ। নয়তো লসে সেল করতে হবে। আমি ইমার্জেন্সি সময়ের টাকা হতে রাখিনি কারন আমার ৯৪% এসেট বিটকয়েন।
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা

। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।