আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা

। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
ভাই কপালটা আমার ভালো যাচ্ছে না অবশ্য কপালের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। ধার দেনা করে ৭৮০ ডলার পরিমাণ BitcoinDogs(0Dog) নামক একটা প্রজেক্টে বিনিয়োগ করেছি কিন্তু টিমের বিভিন্ন কারসাজির কারণে মনে হচ্ছে প্রজেক্ট স্ক্যাম। তারা এক্সচেঞ্জ লিস্ট নিয়ে বিভিন্ন তালবাহানা করছে।
তাছাড়া আমিও আপনার মত কিছু অ্যালট কয়েন কিনে হোল্ডিং করে রেখেছি অবশ্য হোল্ডিং করার পিছনে কারণ রয়েছে কেননা হাই বাজারে বিনিয়োগ করে বর্তমানে অনেক লসে রয়েছি। মার্কেট কোন দিকে যাবে বলা যাবে না তবে এলটকয়েনে বিনিয়োগ করে হোল্ডিং করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।