Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
sportbitcoin
on 25/04/2024, 03:22:50 UTC
আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা Tongue। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।
অল্টকয়েন গুলোতে বিনিয়োগ করলে লাভের জন্য বেশি লোভ করলে প্রায় সময় আমি ক্ষতির সম্মুখীন হয়েছি।তাই এখন আমি যদি কোন অল্টকয়েন বিনিয়োগ করি তবে সেখান থেকে বেশি লাভের আশা কখনোই করি না।আমার সাথে প্রায় সময় এমনও ঘটনা ঘটেছে যেগুলো বললে সবাই মনে করবে আমি এখানে মিথ্যা নাটক বানিয়ে বলছি।আমি যখন বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দেই ঠিক তার কয়েকদিনের মধ্যেই কয়েন গুলো কয়েকগুণ দাম বেড়ে যায়।আবার যখন কোন কয়েন ধরে রাখি সেগুলো ধীরে ধীরে দাম কমতে থাকে এগুলো দেখে চিন্তিত হয়ে বিনিয়োগ করা কয়েন গুলো বিক্রি করে দিতে বাধ্য হই