আমার পোর্টফলিওতে যতগুলো অল্টকয়েন আছে তার মধ্যে টপে আছে ইথেরিয়াম, সোলানা, আর মান্টা (বিটকয়েন বাদে)। লাভের মারজিন টা নাই বল্লাম। মারাত্মক পাম্প হইছে, টাকা আর টাকা

। লাভাংশ যা উঠানার আগেই উঠিয়ে ফেলছি। যদিও ইরান ইসরাইল যুদ্ধে একটু মারা খাইলাম, বাট আশা করতেছি আবার পাম্প হবে। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার।
স্মার্ট ইনভেস্টর! আমি কয়েকটা অল্টকয়েন ৫ গুণ হওয়ার পরেও সেল দেই নি। ফলস্বরুপ, বর্তমানে লসে আছি লল। বেশিরভাগ অল্টকয়েনেই এখন লসে আছি যেখানে কিছুদিন আগেও প্রফিটে ছিলাম।