যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা লাঞ্চ পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।
FDUSD কয়েনটি আমি মনে করছি সম্পর্ন ট্রাস্টেড এর কারণ হচ্ছে বাইনান্সে যখন লাঞ্চ পুল চলে তখন FDUSD কয়েন স্ট্যেকিং করলে লাঞ্চ পুল এর টোকেন গুলো পাওয়া যায়।বাইনান্সে এর এইরকম অফার দেয়ার কারণ হচ্ছে FDUSD কয়েনটি জনপ্রিয়ো করে তোলার জন্য এমন পদক্ষেপ নিয়েছে হয়তো।FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন কি আপনি কি এটা জানেন? FDUSD বাইনান্সে নিজস্ব কয়েন হলে তাহলে চিন্তার কোন কারণ নেই এটা কখনোই ডি লিস্টেড হবে বলে মনে করি না।আর যদি কখনো FDUSD কোন কারনে বাইনান্সে থেকে ডি লিস্টেড হয় তবে আপনার বিনিয়োগ করা FDUSD অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে।আর যদি FDUSD কয়েনটি বাইনান্সে এর নিজস্ব কয়েন না হয় তবে কোন কারনে ডি লিস্টেড হলে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে।