যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা লাঞ্চ পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।
ভাই এটা ডিপেন্ড করে আপনি বাইনান্স কে ট্রাষ্ট করেন কি না। অনেকেই এখনো জানে না যে বাইনান্সের আগের কয়েন BUSD এর বদলেই তারা নতুন এই কয়েন নিয়ে এসেছে। আগের কয়েন BUSD নিয়ে তাদের কোনো একটা আইনি ঝামেলা হয়েছিলো। এখন BUSD কোনো এক্সচেঞ্জ এ সম্ভবল লিস্টেড নাই। আর অপরদিকে FDUSD খুবই নতুন একটা স্ট্যাবল কয়েন যেটা বাইনান্স নিজেই নিয়ে আসছে। আর মজার ব্যাপার হলো এটাও কিন্তু বাইনান্স ছাড়া আর মাত্র একটা এক্সচেঞ্জ এ লিস্টেড আছে। আপাতত বাইনান্স এবং গেট ডট আইও তে ছাড়া এই কয়েন আর কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ নাই। হয়তো ভবিষ্যতে অন্য এক্সচেঞ্জ এ লিস্টেড হতে পারে। তো আপনি যদি বাইনান্স কে ট্রাষ্ট করতে পারেন, তাহলে এই কয়েন নিয়ে সমস্যা থাকার কথা না। কিন্তু বাইনান্স কে ট্রাষ্ট না করলে এটাও ব্যাবহার করার দরকার নাই।