আমাদের সরকারের অন্য কোন দেশ থেকে পণ্য আমদানি করা এবং ভারতের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেওয়া উচিত। যাই বলুন না কেন আমাদের দেশে চাহিদার চেয়ে উৎপাদন কম তাই আমাদের বাহিরের দেশে থেকে আমদানি করতে হয়, বাহিরের দেশ থেকে আমদানি না করা হলে আমাদের দেশে খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি বেড়ে যাবে।
যাইহোক, আপাতত আমারাতো বয়কট করতে পারি, আমিও ভারতের পন্য বয়কট করতে শুরু করেছি এবং আমাদের প্রতিবেশীদের কে সতর্ক করতে হবে যেন ভারতের পণ্য বয়কট করেন। আমাদের শুধু খেলেই তো জীবন চলবে না আমাদের দেহকেও সুস্থ রাখতে হবে।
ব্যাপারটা আমরা যেভাবে চিন্তা করি, সরকার কিন্তু এভাবে দেখে না। এজন্যই আমরা জনগন আর তারা শাসক। চাইলে শোষক ও বলতে পারেন সমস্যা নাই। সরকার চাইলে কিন্তু অন্য দেশ থেকে চাল, পেয়াজ সহ আরো অনেক পন্য আমদানি করতে পারে। কিন্তু সরকারকে খরচের হিসাব টা মাথায় রাখতে হয়। আমদানি খরচ যতো বেশি হবে, সেই প্রোডাক্ট বাজারে আসলে খরচ ততো বেশি পড়বে এটা আমরা সবাই জানি। ভারত থেকে বাংলাদেশে আমদানি খরচ তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশ ভারত থেকে পন্য আমদানি করি। এখন আপনি যদি এশিয়ার অন্য দেশ থেকে আমদানি করতে চান, তাহলে হয়তো কার্গো বিমান অথবা শীপে করে মাল আনতে হবে, এতে করে আমদানি খরচ অনেক বেশি বেড়ে যাবে। অন্য দিকে ভারত থেকে আমদানি করলে খরচ অনেক কম হয়। যেকারনে সরকার ভারত থেকে পন্য আমদানি করে থাকে। আমরা চাইলেই ভারতীয় পেয়াজ বা চাল বয়কট করতে পারবো না। তবে এগুলো কোনো ইন্ডাস্ট্রিয়াল পন্য না। আমরা চাইলে ইন্ডাস্ট্রিয়াল পন্য বয়কট করতে পারি।