Post
Topic
Board Other languages/locations
Re: এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
synchronym
on 03/05/2024, 10:39:34 UTC
9. synchronym [5]  
সবার আগে @Crypto Library ভাইকে অনেক ধন্যবাদ তার অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতি মাসে সেরা ১০ জন পোস্টদাতা কে হতে পারে সেটা জানতে পারি অবশ্যই তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তার প্রতি আমাদের বাংলা লোকাল বোর্ডের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল। প্রতিবারের মতো এবারও সেরা ১০ জন পোস্টদাতার মধ্যে একজন হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি ।অবশ্যই আগামীতেও আরো ভালো মানের পোস্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে আগামীতেও  সেরা ১০ জন পোস্টদাতার মধ্যে একজন হতে পারে।