Post
Topic
Board Other languages/locations
Re: এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
Learn Bitcoin
on 03/05/2024, 13:07:41 UTC
1. Learn Bitcoin [24]

মাত্র ২৪ টা পোষ্ট করে প্রথম হয়েছি আর অনেকে ৫ পোষ্ট করে টপ ১০ এ চলে আসছে। তাইলে এবার বুঝেন আমাদের কি অবস্থা। অন্য সব লোকালের উন্নতি হয়। আর আমাদের হচ্ছে এই অবস্থা। আমার মনে হয় এর জন্য আমিই সবচাইতে বেশি দ্বায়ী। আমাদের লোকাল মেম্বার রা যাই কিছু করেন না কোনো, তাদের ধরা উচিৎ হয়নি  Tongue ধরে ফেলেছি বলে এখন তারা আর কেউ লোকালে আসে না। এতে করে কার ক্ষতি হলো? ক্ষতি তো হলো কমিউনিটির।

বিটকয়েন নিয়ে কার কি প্রেডিকশন? বিটকয়েন তো এযাবৎকালের সবচাইতে বেশি আন প্রেডিকটেবল অবস্থায় চলতেছে। সব এনালিষ্টদের ভূল প্রমান না করলে মনে হয় হচ্ছে না। এনালিষ্টরা প্রেডিক্ট করলো যে বিটকয়েন যদি তার ৫৯ বা ৫৭ এর সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। মাত্র কিছুক্ষন আগে বিটকয়েন আবার ৬০ হাজার ডলার ক্রস করলো। কিছুই বুঝি না আসলে।