Post
Topic
Board Other languages/locations
Re: এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
B2Z
on 03/05/2024, 18:49:30 UTC
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪


কি হলো ভাই আমাদের এই বাংলাদেশ  থ্রেডের পারফরম্যান্স শুধু নিচের দিকেই যাচ্ছে আর ওপরে উঠতে পারতেছে না। আগের মতন তেমন  মেম্বারদের মধ্যে তেমন জোস দেখতে পাচ্ছি না।
যাই হোক এপ্রিল মাসে মেরিটের ট্রানজেকশন খুবই কম হয়েছে এটা গত মাসের অর্ধেকেরও কম তবে পোস্ট একটিভিটি আগের মাসের থেকে খুব একটা বেশি হয়নি আগের মাসে ছিল ১৩২টি আর এই মাসে ১৩৮ টি। যাই হোক একই কথা আবার ও বলবো  লোকাল বোর্ড আমাদের এই একটিভিটি তে চলবে না যদিও কিছু লোকাল বোর্ড রয়েছে তাদের থেকে একটিভিটি আমাদের বেশি। আবারো সবাইকে বলব লোকাল বোর্ডে একটু টাইম দেওয়ার চেষ্টা করেন।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 138টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 31(২৬ এপ্রিল পর্যন্ত)টি



মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 70টি




প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [24]
2. Bd officer [16]
3. LDL [15]
4. Crypto Library [11]
5. DYING_S0UL [10]
6. Negotiation [10]
7. HelliumZ [9]
8. Little Mouse [5]
9. synchronym [5]
10. B2Z [4]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  

আমি তো অবাক মাত্র চারটি পোস্ট করেছি আমি কখনোই ভাবতে পারিনি সেরা ১০ জন পোস্টদাতার মধ্যে আমার নাম থাকবে অবশ্যই আমার নামটি দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। আশা করব অবশ্যই আগামীতেও আরো বেশি একটিভ থাকার জন্য যাতে করে যেন আমি আগামী মাসেও সেরা ১০ জন পোস্ট দেখার মধ্যে একজন থাকতে পারি।