কিছুদিন আগে একজন আমাদের বাঙালি মেম্বার খুব দ্রুত উঠতেছিল পরে তার বিষয়টা অনেকটা সর্ষের ভেতর ভূত হিসেবে প্রমাণ হলো। আমরা এই ধরনের কোয়ান্টিটি চাইনা যেগুলো আমাদের লোকাল থ্রেডের মান সম্মান ডুবায় ।
যে যাই করুক, কিন্তু আমি মনে করি বাংলাদেশ থ্রেড এ বেশ কয়েকজন পটেনশিয়াল মেম্বার আছে যারা লিজেন্দারি মেম্বার হতে পারবে যদি শুধু মাত্র সৎ থাকে। কন্ট্রিবিউশন এক প্রকার এমনিতেই হবে যদি তারা অল্ট ফারমিং এ সময় না দেয়। ওনেকে আগে এসেও কিছুই করতে পারেনি, আবার কেউ অনেক পড়ে এসেও ভালো একটা পজিশনে আছে।
আসলে এনালিস্টদের প্রেডিকশন যে সব সময় সঠিক হবে এটার গ্যারান্টি কিন্তু বিটকয়েন আগে থেকেই উঠিয়ে নিয়েছে কখন কি হবে এটা কেউ ১০০% প্রেডিকশন করতে পারবে না। তবে আমার মনে হয় না এখনও খেলা শেষ হয়ে গিয়েছে সামনে বিটকয়েনের আর ও এই ধরনের কারেকশন আমরা দেখতে পাবো পূর্বের রেকর্ড তাই বলতেছে। বিয়ার মার্কেটে বলতে একবারে আগের ২০২২ ২৩ এর মতন মনে হয় না হবে।
কি হবে সেটাই তো বলা মুশকিল। এটা তো আমরা সবাই জানি যে এন্যালিস্ট রা তাদের এন্যালাইসিস গুলোর কথাই আমাদেরকে জানায় যেটা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কেমন লাগে যখন বিটকয়েন প্রায় বেশিরভাগ এন্যালাইসিস গুলোকে ভুল প্রমান করে? আমি একজন ইউটিউবারকে ফলো করি। যিনি ভিডিও বানানোর সময় নানান তথ্য দিয়ে দিয়ে এন্যালাইসিস গুলো পোস্ট করে। কয়েকদিন আগে বলছিলো যে বিটকয়েন হালভিং এর আগ অব্দি প্রতি সপ্তাহে একটা করে অল টাইম হাই বানাবে। হয়েছে উলটো। আবার সেদিন বললো আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি যদি এই সাপোর্ট ব্রেক করে। হচ্ছে উলটো। পরের ভিডিওতে ওনার চেহারাটা দেখার মতো হয়।
