1. Learn Bitcoin [24]
মাত্র ২৪ টা পোষ্ট করে প্রথম হয়েছি আর অনেকে ৫ পোষ্ট করে টপ ১০ এ চলে আসছে। তাইলে এবার বুঝেন আমাদের কি অবস্থা। অন্য সব লোকালের উন্নতি হয়। আর আমাদের হচ্ছে এই অবস্থা। আমার মনে হয় এর জন্য আমিই সবচাইতে বেশি দ্বায়ী। আমাদের লোকাল মেম্বার রা যাই কিছু করেন না কোনো, তাদের ধরা উচিৎ হয়নি

ধরে ফেলেছি বলে এখন তারা আর কেউ লোকালে আসে না। এতে করে কার ক্ষতি হলো? ক্ষতি তো হলো কমিউনিটির।
আপনি ভাই আসলে ঠিক ধরেছেন এখন বলেন তো এর জন্য আপনাকে কি শাস্তি দেওয়া যায়? আপনার জন্য শাস্তি একটাই আর সেটা হল ফাঁ*সি
আপনার অতি শীঘ্রই কচু গাছের সাথে ফাঁ*সির রায় কার্যকর করার জন্য সেই সকল মেম্বারদের অনুরোধ করছি।
ভাই একটা জিনিস আমি আগেও আমার প্রতিটা পোস্টে মেনশন করেছি যে আমাদের শুধু কোয়ান্টিটি হলে হবে না কোয়ালিটি হতে হবে। পূর্বে কোয়ান্টিটি বেশি থাকলেও অনেকে কোয়ালিটির দিকটা খেয়ালই করেনি আর তার ফলে সর্বোচ্চ বেশিরভাগ সবাই ফুল মেম্বার পর্যন্ত উঠতে পেরেছিল বা অনেকে তার চেয়েও একটু বেশি উপরে রাঙ্ক এ ওঠে ডানা কাটা পরীর মত মাটিতে পড়ে গিয়েছে। কিছুদিন আগে একজন আমাদের বাঙালি মেম্বার খুব দ্রুত উঠতেছিল পরে তার বিষয়টা অনেকটা সর্ষের ভেতর ভূত হিসেবে প্রমাণ হলো। আমরা এই ধরনের কোয়ান্টিটি চাইনা যেগুলো আমাদের লোকাল থ্রেডের মান সম্মান ডুবায় ।
বিটকয়েন নিয়ে কার কি প্রেডিকশন? বিটকয়েন তো এযাবৎকালের সবচাইতে বেশি আন প্রেডিকটেবল অবস্থায় চলতেছে। সব এনালিষ্টদের ভূল প্রমান না করলে মনে হয় হচ্ছে না। এনালিষ্টরা প্রেডিক্ট করলো যে বিটকয়েন যদি তার ৫৯ বা ৫৭ এর সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। মাত্র কিছুক্ষন আগে বিটকয়েন আবার ৬০ হাজার ডলার ক্রস করলো। কিছুই বুঝি না আসলে।
আসলে এনালিস্টদের প্রেডিকশন যে সব সময় সঠিক হবে এটার গ্যারান্টি কিন্তু বিটকয়েন আগে থেকেই উঠিয়ে নিয়েছে কখন কি হবে এটা কেউ ১০০% প্রেডিকশন করতে পারবে না। তবে আমার মনে হয় না এখনও খেলা শেষ হয়ে গিয়েছে সামনে বিটকয়েনের আর ও এই ধরনের কারেকশন আমরা দেখতে পাবো পূর্বের রেকর্ড তাই বলতেছে। বিয়ার মার্কেটে বলতে একবারে আগের ২০২২ ২৩ এর মতন মনে হয় না হবে।