Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 06/05/2024, 04:22:46 UTC
সেটা তো অবশ্যই ভাই, আমি তো মনে করি তারা যদি অসৎও থাকে তারপরেও লেজেন্ডারি মেম্বার হতে পারবে তবে একটু সময় নিবে। তবে এটা আমি অবশ্যই বলব যে হ্যাঁ এর  ভীরেও আমাদের মধ্যে এমন কয়েকজন মেম্বার পাওয়া যাবে যারা আসলেও ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে কিছু জ্ঞান রাখে আমি বলব কিছু না মোটামুটি অনেক জ্ঞানী রাখে। এমন অনেক মেম্বার রয়েছে যারা বাংলাদেশী হয়েও বাংলাদেশ থ্রেডে বা নিজেরদেরকে কখনো বাংলাদেশে হিসেবে পরিচয় দেয়নি কিন্তু দিব্যি ফোরামে কাজ করে চলছে এবং ক্রিপ্টো কারেন্সি জগতে ভালো উন্নতি করেছে। দ্রুত উন্নতি বা রেংক আপ করা বলতে আমি  অন্য কিছু বুঝাইনি জাস্ট আসলে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করতে যায় তারা ওই যে ডানা কাটা পরি মতন মাটিতে পড়ে যায়।

অসৎ কাজ আসলে কি এখানে? এই ফোরামে কিন্তু মাল্টিপল একাউন্ট এলাউ করে। কেউ যদি চায় ২ টা বা ৩ টা একাউন্ট অপারেট করবে, সে চাইলে সবাইকে জানিয়েই এটা করতে পারে। আমি মনে করি, যেহেতু আপনি একটা সিনিয়র মেম্বার হওয়ার মতো বা হিরো মেম্বার হওয়ার মতো মেরিট যোগার করতে পেরেছেন, আপনি আপনার নতুন একাউন্টে একই ভাবে সময় দিলে সেটাতেও একই পরিমান মেরিট যোগার করতে পারবেন। কিন্তু আমরা তাড়াহুরো করে রেংক আপ করতে চাই। একারনে বাংলাদেশের বেশিরভাগ মেম্বার খারাপ পথে যায় এবং একটা সময়ে গিয়ে এক্সপোজ হয়ে যায়।

Quote
ভাইরে ভাই এই ইউটিউবারদের কথা বিশ্বাস করেন না, যদিও আমি নিজে কয়েকবার ধরা খাওয়ার পরেও বারবার বিশ্বাস করি এবং বারবার মারা খাই। আমার জীবনের প্রথম লসের শুরুই হয়েছিল এদের প্রেডিকশন ফলো করে।
গত কিছুদিন আগের কথাই বলি একজন ইউটিউবার এর একটি ভিডিও ফলো করে দেখলাম যে সে ভালো একটা  প্রিডিকশন করেছে এবং সেটা সাকসেস হয়েছে কিন্তু পরের দিন পরবর্তী একটা তার সিগনাল ফলো করলাম আর এটাতেই বাঁশ খেলাম।

আমি যাকে ফলো করি, তিনি কোনো বাংলাদেশি ইউটিউবার না। আর আমি কোনো সিগন্যাল ফলো করি না। যেহেতু আমি ট্রেড করি না, তাই সিগন্যাল নেয়ার দরকার ও নাই। কিন্তু আমি তাদের প্রেডিকশন গুলো দেখি এবং প্ল্যান করি। পাকিস্তানি একজন ইউটিউবার আছে মুকাদ্দাস নামের। আমি ওনার চ্যানেল টা ফলো করি। উনি সাধারনত বিটকয়েন প্রাইস এন্যালাইসিস এর পাশাপাশি নতুন নতুন প্রজেক্ট এর এয়ারড্রপ গুলো শেয়ার করে। হাল্ভিং ব্লক এর পর থেকে উনি এই অব্দি একটা প্রজেক্ট থেকে এয়ারড্রপ সহ ইনকাম করেছে প্রায় ২০ হাজার ডলার। এটা শুধু একটা প্রজেক্ট থেকে।