কিছুদিন আগে একজন আমাদের বাঙালি মেম্বার খুব দ্রুত উঠতেছিল পরে তার বিষয়টা অনেকটা সর্ষের ভেতর ভূত হিসেবে প্রমাণ হলো। আমরা এই ধরনের কোয়ান্টিটি চাইনা যেগুলো আমাদের লোকাল থ্রেডের মান সম্মান ডুবায় ।
যে যাই করুক, কিন্তু আমি মনে করি বাংলাদেশ থ্রেড এ বেশ কয়েকজন পটেনশিয়াল মেম্বার আছে যারা লিজেন্দারি মেম্বার হতে পারবে যদি শুধু মাত্র সৎ থাকে। কন্ট্রিবিউশন এক প্রকার এমনিতেই হবে যদি তারা অল্ট ফারমিং এ সময় না দেয়। ওনেকে আগে এসেও কিছুই করতে পারেনি, আবার কেউ অনেক পড়ে এসেও ভালো একটা পজিশনে আছে।
সেটা তো অবশ্যই ভাই, আমি তো মনে করি তারা যদি অসৎও থাকে তারপরেও লেজেন্ডারি মেম্বার হতে পারবে তবে একটু সময় নিবে।
তবে এটা আমি অবশ্যই বলব যে হ্যাঁ এর ভীরেও আমাদের মধ্যে এমন কয়েকজন মেম্বার পাওয়া যাবে যারা আসলেও ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে কিছু জ্ঞান রাখে আমি বলব কিছু না মোটামুটি অনেক জ্ঞানী রাখে। এমন অনেক মেম্বার রয়েছে যারা বাংলাদেশী হয়েও বাংলাদেশ থ্রেডে বা নিজেরদেরকে কখনো বাংলাদেশে হিসেবে পরিচয় দেয়নি কিন্তু দিব্যি ফোরামে কাজ করে চলছে এবং ক্রিপ্টো কারেন্সি জগতে ভালো উন্নতি করেছে। দ্রুত উন্নতি বা রেংক আপ করা বলতে আমি অন্য কিছু বুঝাইনি জাস্ট আসলে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করতে যায় তারা ওই যে ডানা কাটা পরি মতন মাটিতে পড়ে যায়।
ভাইরে ভাই এই ইউটিউবারদের কথা বিশ্বাস করেন না, যদিও আমি নিজে কয়েকবার ধরা খাওয়ার পরেও বারবার বিশ্বাস করি এবং বারবার মারা খাই। আমার জীবনের প্রথম লসের শুরুই হয়েছিল এদের প্রেডিকশন ফলো করে।
গত কিছুদিন আগের কথাই বলি একজন ইউটিউবার এর একটি ভিডিও ফলো করে দেখলাম যে সে ভালো একটা প্রিডিকশন করেছে এবং সেটা সাকসেস হয়েছে কিন্তু পরের দিন পরবর্তী একটা তার সিগনাল ফলো করলাম আর এটাতেই বাঁশ খেলাম।
ব্যাপারটা সেটা না ভাই , আমি সাধারণত আমার kucoin একাউন্ট থেকে ডোনেশন পাঠাতে হবে এবং Kucoin থেকে পাঠাতে গেলে অন্যান্য এক্সচেঞ্জের চেয়ে একটু বেশি পরিমাণে ফি বহন করতে হয়। যেমন বাইনান্স এক্সচেঞ্জে থেকে যদি ইথেরিয়াম পাঠাতে চাই তাহলে ৫-৬ ডলার পরিমাণ ফি লাগে কিন্তু কুকয়েন এক্সচেঞ্জ থেকে ইথেরিয়াম পাঠাতে গেলে ফি ১৪ ডলারের উপরে লাগে। এজন্যই অন্য প্লাটফর্মের বিষয়টি বলেছিলাম। পরবর্তীতে মূল টপিকে মনেরো এড্রেস যোগ করা হয়েছে হয়তো অতিরিক্ত লেনদেন ফি এর বিষয়টি বিবেচনা করেই।
আমি আপনার কথায় কি মনে করবো ভাই, আপনারা যারা এই কমিউনিটিতে রয়েছেন তারা তো সবাই অনেক অভিজ্ঞ, এডুকেটিভ তাই আপনাদের প্রত্যেকের ইনস্ট্রাকশন অনেক অনেক মূল্যবান। আমি আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি সর্বদা।
এটার জন্য ভাই আর কিছু সময় ওয়েট করেন ইনশাল্লাহ আমি আগামীকাল একটা টিউটোরিয়াল নিয়ে আসতেছি মানে একটা ট্রিকস শেয়ার করব যেটার মাধ্যমে মাত্র 0.5% ফি দেওয়ার মাধ্যমে আপনারা সেন্ট্রালাইজ এক্সেঞ্জার থেকে বিটকয়েনে পে করতে পারবেন। আলসেমির জন্য এটা শেয়ার করা হচ্ছে না আশা করি কালকেই একটা পোস্ট শেয়ার করব।