Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 14/05/2024, 14:38:36 UTC
আমি সব সময় মনে করতাম এসব ফিশিং এ অন্তত আমি পড়বো না। কারন এসব ব্যাপারে আমার যথেষ্ঠ আইডিয়া আছে। কিন্তু গতকাল রাতে ১ টার দিকে আমি এরকম একটা ট্র্যাপে পড়ে যাবো, ভাবতেই পারিনি। যেহেতু কিছুদিন যাবৎ এয়ারড্রপ নিয়ে কাজ করছি, রাতে ১ টার দিকে একটা ইমেইল পেলাম, ল্যাপটপ যেহেতু বন্ধ, তাই মোবাইলেই ইমেইল চেক করে দেখি গ্যালাক্সির কোনো একটা ইভেন্ট থেকে ইমেইল আসছে পয়েনট ক্লেইম করার জন্য। যেই ভাবা সেই কাজ, ইমেইলের সেন্ডার চেক না করেই ওয়েবসাইটে ঢুকে মেটামাস্ক কানেক্ট করে ফেললাম। হুট করেই দেখি ধুমাধুম ওয়ালেট থেকে ইথেরিয়াম আর কিছু আরবিট্রাম হ্যাকারের এড্রেস এ চলে গেলো। সব কিছু এতো দ্রুত হয়েছে, যে কিছুই বুঝতে পারি নাই। পরে এড্রেস চেক করে দেখি আমি ফেইক ওয়েবসাইটে আছি। তারাতারি করে সাইট থেকে ওয়ালেট ডিসকানেক্ট করলাম। এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?
আপনার স্ক্যাম অ্যাকুজেশনস এর টপিকটি থেকে এ বিষয়ে আমি অলরেডি জেনেছি। যাইহোক এর জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ ২০০ ডলার কিন্তু কম নয়।
আসলে এয়ার্ড্রপ যারা করে তারা নানান ঝুঁকি গুলোর মধ্যে এটি আরেকটি হয়তো ওই হ্যাকার আপনি যে এয়ার ড্রপগুলো করেছেন তার ডাটা এক্সেস পেয়েছে এবং আপনার মত আরো অনেককে এই ফিশিং অ্যাটাকটি করেছে। যাইহোক এর জন্য আমি আগেই বলেছিলাম এয়ার ড্রপ করার জন্য ডেডিকেট সবকিছু ব্যবহার করতে হবে সেটা ওয়ালেট থেকে সোশ্যাল মিডিয়া সবকিছুই আমি তো বলেছিলাম ডিভাইস গুলোও ডেডিকেট থাকা প্রয়োজন যাদের ডেডিকেট এফোর্ড করতে পারবে না ভার্চুয়াল মেশিন ব্যবহার করে এয়ারড্রপ করবে।


যাইহোক আমি নিজেও ফিশিং এর শিকার হয়েছিলেন 2021 কি 2022 সালের দিকে সেসময় আবার 100 ডলার এর মতন টোকেন এথেরিয়াম বিএনবি লস হয়েছিল তারপর থেকে এয়ারড্রোপ এবং ক্র্যাকড কোনো ফাইল ব্যবহার করি না, আমি স্পাইডার ম্যান রিমাস্ট্রার্ড গেমস এর ক্রাকড ফাইল ডাউনলোড করতে গিয়ে এই ফিশিং এর শিকার হয়েছিলাম। আমার একশ ডলার গিয়েছিল সেটাতে আমার যত না কষ্ট লেগেছে তার চাইতে বেশি কষ্ট লেগেছে আমার কয়েকটা epic এর অ্যাকাউন্ট বাইপাস করে পুরোপুরি হ্যাকার নিয়ে নিয়েছিল তাছাড়া আমার সকল ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার এক্সেস তারা নিয়েছিল আল্লাহর রহমতে বিটকয়েনটক এর একাউন্ট টির পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ করার কারণে এটি নিতে পারেনি।
যাইহোক আপনার লস এর জন্য আবারও দুঃখ প্রকাশ করতেছি Cry