আপনি আমাদের ফোরামের অভিজ্ঞ মেম্বারদের মধ্যে একজন অথচ আপনি যদি এরকম ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে আমাদের তো কোন কথাই নেই। ভাগ্যিস শুধু চারটি এয়ারডোব ক্যাম্পেইনে জয়েন হয়েছিলাম কিন্তু সেগুলো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা ও টেলিগ্রামে মাইনিং এর মত সেখানে ওয়ালেট কানেক্ট করার এখন পর্যন্ত কোন নির্দেশ দেয়নি। তাছাড়া যেহেতু আপনারা এরকম ওয়ালেট হ্যাকের ঘটনা এখানে শেয়ার করেছেন সেহেতু আমি আশাবাদী আমি আর কখনো কোন ইয়ারড্রোব ক্যাম্পেইনে ওয়ালেট কানেক্ট করব না।। যেহেতু আমার ওয়েবসাইট ফিশিং বা সত্য কিনা সেটা যাচাই-বাছাই করার কোন অভিজ্ঞতা নেই তাই আমার পক্ষে এয়ারড্রোব ক্যাম্পেইন না করাই ভালো। কখন কোন সময় মোবাইল কম্প্রোমাইজড হয়ে যায় সেটা তো বলতে পারব না। কারণ এখন পর্যন্ত আমি এরকম বাজে অবস্থার সম্মুখীন হয়নি। যাহোক ধন্যবাদ আপনাকে আপনার এই খারাপ অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং নিজের মধ্যে সতর্কতা অবলম্বন করলাম।
আপনি তো ভয় পেয়ে গাছে উঠে গেছেন মনে হচ্ছে। আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই। যেমনটা আমি বললাম, রাতে ইমেইল আসছে, আমি চেক করি নাই যে ইমেইল সেন্ডার কে। আমি মনে করছিলাম যে গেলাক্সি থেকে ইমেইল আসছে। তো এই কারনে মূলত আমি সেখানে গিয়ে ওয়ালেট কানেক্ট করছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো আমি রেগুলার যে ওয়ালেট ইউজ করি, সেই ওয়ালেট দিয়েই এয়ারড্রপের কাজ করছি।
আসলে নিজেরে অনেক এক্সপার্ট মনে করার কারনে এমন হইছে। আমার কখনো মনেই হয় নাই যে আমিও ফিশিং ট্র্যাপে পড়তে পারি। যাই হোক, যদি আলাদা ব্রাউজারে এবং আলাদা ওয়ালেটে এয়ারড্রপ না করতে পারেন, তাহলে না করাই বেটার মনে করি।