আপনি তো ভয় পেয়ে গাছে উঠে গেছেন মনে হচ্ছে। আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই। যেমনটা আমি বললাম, রাতে ইমেইল আসছে, আমি চেক করি নাই যে ইমেইল সেন্ডার কে। আমি মনে করছিলাম যে গেলাক্সি থেকে ইমেইল আসছে। তো এই কারনে মূলত আমি সেখানে গিয়ে ওয়ালেট কানেক্ট করছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো আমি রেগুলার যে ওয়ালেট ইউজ করি, সেই ওয়ালেট দিয়েই এয়ারড্রপের কাজ করছি।
আসলে নিজেরে অনেক এক্সপার্ট মনে করার কারনে এমন হইছে। আমার কখনো মনেই হয় নাই যে আমিও ফিশিং ট্র্যাপে পড়তে পারি। যাই হোক, যদি আলাদা ব্রাউজারে এবং আলাদা ওয়ালেটে এয়ারড্রপ না করতে পারেন, তাহলে না করাই বেটার মনে করি।
আমি সাধারণত আমার মেটা মাস্ক ওয়ালেট ব্যবহার করে আমি দু-চারটি প্রিসেল (Presale) রানিং করা প্রজেক্টগুলোতে কিছু কিছু বিনিয়োগ করে রাখি এই মুহূর্তে যদি ওয়ালেট হ্যাক হয়ে যায় তাহলে হয়তো ওই presale বিনিয়োগ করা টোকেনগুলোর কোন সমস্যা হতে পারে এজন্যই মাঝে মধ্যে ওয়ালেট কানেক্ট করতে বললেও আমি করি না। তাছাড়া আমি এই সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান রাখি না এবং ওয়েবসাইট জাস্টিফাই করার মত অভিজ্ঞতা আমার নেই তাই আমি আপাতত এই ধরনের রিক্সে জড়ানোর কোন অনাকাঙ্ক্ষিত ইচ্ছা নেই। আমি যেভাবে আছি এভাবেই থাকা ভালো কেননা ইয়ারড্রোপ থেকে আমি এখন পর্যন্ত একটা ডলারও পাইনি তাই আমি আপাতত ডলার পাওয়ার ইচ্ছা পোষণ করবো না। যেভাবে আছি সেভাবেই থাকা ভালো।