আমি সাধারণত আমার মেটা মাস্ক ওয়ালেট ব্যবহার করে আমি দু-চারটি প্রিসেল (Presale) রানিং করা প্রজেক্টগুলোতে কিছু কিছু বিনিয়োগ করে রাখি এই মুহূর্তে যদি ওয়ালেট হ্যাক হয়ে যায় তাহলে হয়তো ওই presale বিনিয়োগ করা টোকেনগুলোর কোন সমস্যা হতে পারে এজন্যই মাঝে মধ্যে ওয়ালেট কানেক্ট করতে বললেও আমি করি না। তাছাড়া আমি এই সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান রাখি না এবং ওয়েবসাইট জাস্টিফাই করার মত অভিজ্ঞতা আমার নেই তাই আমি আপাতত এই ধরনের রিক্সে জড়ানোর কোন অনাকাঙ্ক্ষিত ইচ্ছা নেই। আমি যেভাবে আছি এভাবেই থাকা ভালো কেননা ইয়ারড্রোপ থেকে আমি এখন পর্যন্ত একটা ডলারও পাইনি তাই আমি আপাতত ডলার পাওয়ার ইচ্ছা পোষণ করবো না। যেভাবে আছি সেভাবেই থাকা ভালো।
এজন্যই তো বললাম যে যদি এয়ারড্রপের জন্য ভিন্ন ওয়ালেট ব্যাবহার না করতে পারেন, তাহলে এয়ারড্রপে জয়েন না করাই ভালো। তবে আপনি টেলিগ্রাম বটগুলো তে জয়েন করতে পারেন। এগুলোতে কোনো প্রকার ওয়ালেট কানেক্ট করতে হয় না। করার দরকার হলেও সাধারনত টেলিগ্রামের যে ইন্টিগ্রেটেড ওয়ালেট আছে, সেটা দিয়েই হয়ে যায়।
নটকয়েন এর ষ্টেকিং থেকে কি পেলাম শুনেন এবার। আমি ৬০০ ডলার পরিমান বি এন বি এবং ১০৮০ ডলার পরিমান এফইউএসডি ষ্টেক করেছিলাম। আর ৩ দিন পর পেলাম ৩০০+ নট কয়েন। এটার ভ্যালু ১-২ ডলারের বেশি হবে বলে আমার মনে হয় না। আরো কম হতে পারে। কিন্তু আমি এছাড়াই ১১ হাজার নট কয়েন মাইন করেছিলাম টেলিগ্রাম বটে। সেটাই তো ভালো দেখছি।
যারা নটকয়েন মিস করে আফসোস করছেন, তারা ট্যাপ সোয়াপ, মিমফাই, এবং ব্লাম এর মতো প্রজেক্টগুলো মিস করবেন না। ট্যাপ সোয়াপ হচ্ছে সোলানার অফিশিয়াল প্রোডাক্ট। মিমফাই এবং ব্লাম ও ভালো প্রজেক্ট। কেউ জয়েন করতে চাইলে আমারে টেলিগ্রামে নক দিয়েন। ওয়ালেট কানেক্ট করার কোনো ঝামেলা নাই।