Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 16/05/2024, 21:32:02 UTC
নটকয়েন এর ষ্টেকিং থেকে কি পেলাম শুনেন এবার। আমি ৬০০ ডলার পরিমান বি এন বি এবং ১০৮০ ডলার পরিমান এফইউএসডি ষ্টেক করেছিলাম। আর ৩ দিন পর পেলাম ৩০০+ নট কয়েন। এটার ভ্যালু ১-২ ডলারের বেশি হবে বলে আমার মনে হয় না। আরো কম হতে পারে। কিন্তু আমি এছাড়াই ১১ হাজার নট কয়েন মাইন করেছিলাম টেলিগ্রাম বটে। সেটাই তো ভালো দেখছি।

যারা নটকয়েন মিস করে আফসোস করছেন, তারা ট্যাপ সোয়াপ, মিমফাই, এবং ব্লাম এর মতো প্রজেক্টগুলো মিস করবেন না। ট্যাপ সোয়াপ হচ্ছে সোলানার অফিশিয়াল প্রোডাক্ট। মিমফাই এবং ব্লাম ও ভালো প্রজেক্ট। কেউ জয়েন করতে চাইলে আমারে টেলিগ্রামে নক দিয়েন। ওয়ালেট কানেক্ট করার কোনো ঝামেলা নাই।
আঙুল টোকাইয়া জীবনে আমার প্রথম Airdrop পেমেন্ট পেয়েছি 34 ডলার মানে NOT coin এর কথা বলতেছি। এক্সচেঞ্জ লিস্ট হওয়ার আগে অনেকে বলাবলি করছে বড় ধরনের কোপ হবে যদিও আমার টোকেনের পরিমাণ ছিল অনেক কম তাই অনেকের হয়তো বড় বড় কোপ হয়ে গেছে কথা সত্য ছিল। NOT coin থেকে যারা ইসটেকিং করেছিল তারা হয়তো ১/২ ডলারের উপরে পায়নি। কিন্তু যারা আঙ্গুল টোকিয়েছিল তারা মোটামুটি ত্রিশ/ চল্লিশ ডলারের উপরে পেমেন্ট পেয়েছে।
আজকে NOT coin এর পেমেন্ট পেয়ে মনে জোশ ধরেছে তাই আপাতত আজকে Tapswap, Memefi, Blum, Dotcoin, Loot এই পাঁচটি আঙ্গুল টোকানোর কাজ শুরু করে দিলাম।