Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 19/05/2024, 05:53:59 UTC
প্রত্যেক বছর মে মাসের ২২ তারিখে বিটকয়েন সম্প্রদায় সবাই বিটকয়েন পিজ্জা দিবস উদযাপিত করে। লাসজলো নামক এক ব্যক্তি দুইটি পিজ্জা কেনার জন্য ১০ হাজার বিটিসি প্রদান করেছিলেন।
Laszlo মূলত কয়টা পিজ্জা কিনেছিলেন এবং ১০ হাজার বিটকয়েন দিয়ে পিজ্জা কিনেছিলেন কিনা এটা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমরা সবাই জানি তিনি দুইটা পিজজা মূলত 10000 বিটকয়েন দিয়ে ক্রয় করেছিলেন। কিন্তু @icopress পরিচালিত একটি কুইজে বিষয়টি ফুটে উঠেছে যে তিনি মূলত 50000 বিটকয়েন দিয়ে পিজ্জা কিনেছিলেন। আজ থেকে আমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব টা মূলত কেটে যাবে এবং আমরা যারা ১০০০০ বিটকয়েন জেনে এসেছি তারা ৫০ হাজার বিটকয়েনের বিষয়টা এখন থেকে তুলে ধরব।