Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 20/05/2024, 08:33:45 UTC
আঙুল টোকাইয়া জীবনে আমার প্রথম Airdrop পেমেন্ট পেয়েছি 34 ডলার মানে NOT coin এর কথা বলতেছি। এক্সচেঞ্জ লিস্ট হওয়ার আগে অনেকে বলাবলি করছে বড় ধরনের কোপ হবে যদিও আমার টোকেনের পরিমাণ ছিল অনেক কম তাই অনেকের হয়তো বড় বড় কোপ হয়ে গেছে কথা সত্য ছিল। NOT coin থেকে যারা ইসটেকিং করেছিল তারা হয়তো ১/২ ডলারের উপরে পায়নি। কিন্তু যারা আঙ্গুল টোকিয়েছিল তারা মোটামুটি ত্রিশ/ চল্লিশ ডলারের উপরে পেমেন্ট পেয়েছে।
আজকে NOT coin এর পেমেন্ট পেয়ে মনে জোশ ধরেছে তাই আপাতত আজকে Tapswap, Memefi, Blum, Dotcoin, Loot এই পাঁচটি আঙ্গুল টোকানোর কাজ শুরু করে দিলাম।

নট কয়েন থেকে আমার প্রফিট প্রায় ১৮০ থেকে ২০০ ডলারের মতো। আপনি যেগুলোর নাম মেনশন করেছেন, প্রায় প্রতিটা বট তেকে মিনিমাম ১০০ ডলার করে প্রফিট করা সম্ভব যদি এগুলো এক্সচেন্জ এ লিষ্ট হয়। কিন্তু বাস্তবতা হলো সবগুরো প্রজেক্ট এক্সচেন্জ এ লিষ্টেড হবে না। অর্ধেক যদি এক্সচেন্জ এ লিষ্ট হয়, তাহলেই অনেক। আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে এই বটগুলো নিয়ে একটু বিস্তারিত লেখবো। চাইলে কে করতে পারেন।

আর সবার জেনে রাখা উচিৎ যে এই ধরনের বটে কোনো ওয়ালেট কানেক্ট করার ঝামেলা নেই। সুতরাং এইগুলো রিস্ক ফ্রি প্রজেক্ট মনে করতে পারেন। যাদের হাতে ফ্রি সময় আছে, অবসর সময়ে এইসব বটে কাজ করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিংক
Notcoin নিয়া একটা হাইপ উঠছিলো তবে এই হাইপ ছিলো শুধু এয়ারড্রপারদের কাছে। কারন এখানে বিনিয়োগ করার কোনো সুযোগ ছিলো না। যদিও কেও কেও লিস্ট হবার পর এটা কিনে রেখেছিলো  একে অপরের কাছে থেকে তারা মোটামুটি ভালো লাভ করতে পেড়েছে বিনান্সে লিস্ট হবার পর। তবে তারাই ভালো লাভ করতে পাড়ছে যারা লিস্ট হবার সাথে সাথে বিক্রি করে ফেলছে। এখন এর দাম অনেক কমে গেছে। এগুলো কয়েনের ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। তাই এয়ারড্রপ করে ফ্রিতে টোকেন পেলে ঠিক আছে তবে এগুলোতে ইনভেস্ট করা ঠিক হবে বলে মনে হয় না।
এখান এয়ারড্রপের একটা সময় যাচ্ছে অনেকেই দেখি এয়ারড্রপ করা শুরু করেছে এবং প্যামেন্ট ও পাচ্ছে ভালো মানের। আমাকে কয়েকজন বন্ধু কয়েকমাস আগে থেকে বলে এয়ারড্রপ করতে কিন্তু করিনা। এখন দেখি তারা প্যামেন্ট ভালই পায়। তাই কিছু কিছু এয়ারড্রপ করার চিন্তাভাবনা করতেছি কিন্তু শুরু করা হচ্ছে না।