Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 20/05/2024, 10:54:00 UTC
তারাই ভালো লাভ করতে পাড়ছে যারা লিস্ট হবার সাথে সাথে বিক্রি করে ফেলছে। এখন এর দাম অনেক কমে গেছে। এগুলো কয়েনের ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। তাই এয়ারড্রপ করে ফ্রিতে টোকেন পেলে ঠিক আছে তবে এগুলোতে ইনভেস্ট করা ঠিক হবে বলে মনে হয় না।
এখান এয়ারড্রপের একটা সময় যাচ্ছে অনেকেই দেখি এয়ারড্রপ করা শুরু করেছে এবং প্যামেন্ট ও পাচ্ছে ভালো মানের। আমাকে কয়েকজন বন্ধু কয়েকমাস আগে থেকে বলে এয়ারড্রপ করতে কিন্তু করিনা। এখন দেখি তারা প্যামেন্ট ভালই পায়। তাই কিছু কিছু এয়ারড্রপ করার চিন্তাভাবনা করতেছি কিন্তু শুরু করা হচ্ছে না।

একটা কয়েনের ব্যাক এন্ডে কারা কাজ করছে, এর ইউজ কেইস আছে কি না, সেটা না জেনেই আপনি একটা কয়েন সম্পর্কে বললে ভূল করবেন। নটকয়েনের মতো অন্যান্য কয়েনের কোনো ভবিষ্যত না থাকতে পারে, তবে নটকয়েনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। আপনারা যেনে থাকবেন যে নট কয়েনের ডেভেলপার কিন্তু টেলিগ্রামের নিজেদের টিম। নট কয়েনের পেছনে টেলিগ্রাম নিজে কাজ করছে।টুন কয়েন অলরেডি কোথায় চলে আসছে দেখেন। এটা একটা লেয়ার ওয়ান ব্লকচেইন। টেলিগ্রাম অবশ্যই সময়ের সাথে সাথে নটকয়েনের ইউজকেইস বাড়াবে। আর যতো ইউজ কেইস বাড়বে, এটা ততো বেশি ষ্ট্রং হবে। আর নটকয়েন অলরেডি ৭৮% সাপ্লাই কমিউনিটিকে দিয়ে দিচ্ছে। কয়দিন পর পর সাপ্লাই আনলক হওয়ার ভয় নাই। আমার মনে হয় ভবিষ্যতে নটকয়েন ভালো রিটার্ন দিবে। যেকারনে আমি নিজেই হোল্ডিং করে বসে আছি।