কিন্তু আমার কাছে Hamster Kombat এটা সবকিছু সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এটা থেকে ভালো কিছু হতে পারে। আমি Hamster Kombat এর ইউটিউব প্রোমোট দেখে একদম অবাক হয়ে গেছি। দুইদিনে 4M+ হয়ে গেছে এটা কি কম কথা ভাই। এটা করতেছি দেখি কি হয় সামনে। তবে Blum, Hot Mining, Wave Wallet এগুলো মিস কইরেন না ভাই এগুলো অনেক ভালো।
সবাই দেখতেছি শুধু ফ্রি প্রজেক্ট গুলোর দিকেই তাকাচ্ছে। সবাই কি এটা ভেবে নিয়েছে যে, যেমন নটকয়েন থেকে প্রফিট হয়েছে, অন্য গুলো থেকেও একই রকম প্রফিট আসবে? যদি এরকম ভেবে থাকে, তাহলে বোকামি হবে। তবে এটা সত্য যে নটকয়েন কে বেশিরভাগ মানুষ সিরিয়াস ভাবে নেয় নাই। এখন নটকয়েন লিস্টিং হওয়ার পর এই ধরনের সব বতেই সয়াবি কাজ করতে চাচ্ছে। যাই হোক, এই মাইনিং ছাড়াও মার্কেটে ভালো কিছু এয়ারড্রপ আছে যেগুলো ফারমিং করা দরকার। এই সিজনে সবচাইতে হট হলো ব্লাস্ট পয়েন্ট এবং গোল্ড আরন করা। আমি অলরেডি ১৩০কে+ পয়েন্ট একুমুলেট করেছি আর পাশাপাশি ২৬ টি গোল্ড পেয়েছি। প্রথমে পয়েন্ট এ মনোযোগ দিলেও এখন গোল্ড এ মনোযোগ দিয়েছি। ব্লাস্ট চেইনের ৫০% এলোকেশন শুধুমাত্র ব্লাস্ট গোল্ড এ। ব্লাস্ট ইকোসিস্টেমের এর প্রায় সব প্রজেক্ট এ ফি খরচ করে কাজ করা লাগে। তবে আপাতত একটা প্রজেক্ট আছে, যেখানে ফ্রিতে কিছু পাওয়ার আশা করা যেতে পারে। আর সব চাইতে বড় কথা ব্লাস্ট এর TGE কিন্তু ৩০ জুন। সবাই রেডি থাকেন।
ভাই কি বলবো আর বলেন প্রথমে সবাই নটকয়েন থেকে ফ্রি তে কোপাইছে তো ওটার আমেজ এখনো যায় নাই সবার। তবে আমার জানা মতে আমার টক ইন্ডিয়ানরা এসব মাল্টি করে বেশি। আমার একটা ফেন্ড আছে সে ৭২টা টেলিগ্রাম দিয়ে নটকয়েন কপাইছে। আমি শুনে তো মনে হলো আকাশ থেকে মাটিতে পরলাম এরা এসব করে কেমন? আর মাইনিং করে নটকয়েন থেকে আর্ন করেছে তো এটা আমেজ এখনো শেষ হয় নাই ভাই তাই সবাই ফ্রি এর দিকে দৌড়াচ্ছে বেশি। মাইনিং ছাড়াও অনেক ভালো ভালো এয়ারড্রপ আছে এটা সত্যি ভাই। আপনি ব্লাস্ট পয়েন্টের টা করতেছেন তাহলে ভাই। আমি করি নাই ৩০ ডলারের মতো খরচ যাবে বলে। ব্লাস্ট পয়েন্ট গোল্ড আহরন করা এটা খুবই ভালো এখান থেকে আশা করি ভালো প্রফিট পাবেন ভাই।
ব্লাস্ট পয়েন্টের সাথে Hot Mining, Blum, Skynet, cexio_tap, Wave Wallet এগুলো করতে থাকেন ভাই। আমি Wave Wallet থেকে টোটাল ১৩$ সেল করছি Occan থেকে Sui বানিয়ে। ভালোই মাইনিং হচ্ছে এটা। আমি দিনে ২১২টা করে Occan পাচ্ছি এখন আপনি কেমন পাচ্ছেন?
আর একটা গুড নিউজ আছে বাংলা থ্রেডের ভাইয়েরা Binance এ Megadrop আসছে ওটায় সবাই পার্টিসিপ্যান্ট কইরেন ভালো একটা প্রফিট পাবেন। BNB=0.01 স্টেক করতে পারবেন এবং Web3 তে গিয়ে টাস্ক কম্পিলিট করবেন। দুইটা মিলিয়ে ১৪$ BNB খরচ হবে। ১২০দিন পর রিওয়ার্ড পাবেন। এটা মিস কইরেন না কেউ। আবার আপনি চাইলেন একটা করবেন তাও করতে পারবেন যেমন Web3 এরটাও করতে পারবেন