Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
একটা বিষয় খুব স্পষ্ট যে নট কয়েন পরবর্তীতে যতগুলো প্রজেক্ট রয়েছে তারা সবাই কপি প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। নট কয়েন যেভাবে এগিয়েছিল TapSwap সেভাবে এগোচ্ছে। তারা কমিউনিটিতে ৩০ মিলিয়ন এর মত সদস্য করতে সক্ষম হয়েছে যেখানে নট কয়েনের চেয়ে দ্বিগুণ। যদি মাসিক টেলিগ্রাম বিজ্ঞাপন দিয়ে নট কয়েন ৩৪ হাজার ডলার অর্জন করতে পারে সেখানে TapSwap মাসিক ৬০০০০ ডলারের উপর ইনকাম করতে সক্ষম হচ্ছে। তাহলে বুঝে নিন একটা কমিউনিটি কিভাবে সলনার উপর নির্ভর করবে বরং এরা একাই একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে যেখানে তারা শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করেই লক্ষ লক্ষ ডলার ইনকাম করে ফেলবে।
অনেকে হয়তো বলাবলি করছে এটি ইসকাম কিন্তু এটি সহজে ইসকামিং করবে না কেননা ইসকামিং করে একবারে টাকা পাওয়ার চেয়ে ইসকামিং না করে একটি রেগুলার ইনকাম পাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে নাকি। তবে নট কয়েন এর মতো এই প্রজেক্ট থেকে হিউজ পরিমাণ কিছু আশা করা উচিত হবে না বরং সামান্য কিছু আশা করা যায় সর্বোচ্চ। তবে ইসকামিং ভেবে টিপাটিপি না করার চেয়ে রিয়াল প্রজেক্ট ভেবে টিপাটিপি করাটা বুদ্ধিমানের কাজই হবে।