Tapswap কে SOL অফিসিয়ালি সাপোর্ট করেনা আগেও করেনি। তারা SOL এর নাম নিয়ে চলছে তবে এখন তাদের কমিউনিটি অনেক বড় হবার কারনে SOL এর চোখের সামনে পড়ে গেছে তাই SOL অফিসিয়ালি এনাউন্স করেছে যে Tapswap এর সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এখন Tapswap তাদের সুর পরিবর্তন করেছে। Tapswap থেকে ভালো কিছু আশা করতে পাড়তেছি না। তারপরেও দেখা যাল তারা কতদূর যেতে পারে।
জ্বি ভাই এটা ঠিক যে Tapswap কে Solona সাপোর্ট করেনি। Tapswap তারা এটা একটা চাল খাটাইছে যে Solona দিয়ে করলে সকলে বেশি বিশ্বাস পাবে এবং সেভাবে অনেক ভালো একটা কমিউনিটি বিল্ডআাপ করতে পারবে আর তারা যেটা চেয়েছিলো সেটায় তারা অনেক তারাতাড়ি করতেও পেরেছে। তবে Tapswap চাইলেই এখন কিছু আর্ন করতে পারবে সে সিস্টেম হয়ে গেছে। তাড়া যদি টেকনিকালি কাজ করতে পারে তাহলে তাড়া টোকেন লিস্টেট করতে পারবে। তাদের যে কমিউনিটি হইছে তাতে ভালো কিছু অবশ্যই সম্ভব আমার মনে হয়। আপনি কি করেন তাতে ভাই?
CERTIK এর অফিসিয়াল এয়ারড্রপ নিসন্দেহে অনেক ভালো হবে কারন তারা অনেক জনপ্রিয় একটা অডিট প্লাটফর্ম আর তারা তাদের নিজস্ব টোকেন লন্স করলে সেটি অনেল ভালো যায়গায় নিতে পারবে এটা বিশ্বাস করা যায়। তাই এটার উপর ফোকাস রাখা উচিত। এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে।
CERTK এর অফিসিয়ালি এয়ারড্রপ অনোক ভালো এটা নিঃসন্দেহে বলা যায়। তাদের নিজেদের টোকেন নিয়ে আসলে এটার দাম হাই থাকবে। তাদের অডিট প্লাটফর্ম খুবই শক্তিশালী। তাই রেগুলার এটা করা উচিৎ ডেইলি টাসক গুলো করতেছি ভাই ঠিক মতো দেখি কি হয়। তবে ভালো কিছু আশা করা যায় এটা থেকে। আপনি কয়টা করতেছেন ভাই? আমি দুইটা করতেছি।