আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই পোস্টগুলো পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন।
তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন,
-
https://bitcointalk.org/index.php?topic=631891.msg62916610#msg62916610