1. Learn Bitcoin [28]
কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
"সাহায্য চাই"
আমি সেসব মানুষদেরকে পছন্দ করি না, যারা শুধু মাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য অন্যদেরকে ইউজ করে। আপনি ফোরামে আছেন লম্বা সময় ধরে। আমার মনে পড়ে না যে লোকাল থ্রেড এ আপনার পোষ্ট কখনো দেখেছি কি না। প্রথমত, আপনি যদি এখানে একটিভ থাকতেন তাহলে এটা জানা থাকতো যে এভাবে পোষ্ট করে মেরিট চাওয়া ফোরামের নিয়মের বাইরে। আর আমাদের থ্রেড এর কিছু মেম্বার আছে যারা প্রাইভেটলি হেল্প করে থাকে। আপনি যদি থ্রেড এ কিছুদিন একটিভ থেকে কাউকে মেসেজ করতেন, তাহলে আপনি হয়তো হেল্প পাইতেন।
আমি অনেক দুঃখিত, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি এখনই আমার সাহায্য চাওয়ার পোস্টটি মুছে দিচ্ছি। এবং যেহেতু আমি এই লোকাল বোর্ডে সক্রিয় না থাকার কারণে সাহায্য পাচ্ছি না, সেহেতু আমি এখন থেকে এই লোকাল বোর্ডে সবসময় সক্রিয় থাকবো এবং আমার সাহায্যের পোস্ট এখনই মুছে দিচ্ছি। আপনাদেরকে বিরক্ত করার জন্য অনেক দুঃখিত।