আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে ভিডিও করার কোন ইচ্ছাই নাই আমার।
তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।