Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 04/06/2024, 18:36:27 UTC
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই আপনার যদি লাথি মারার জন্য শক্তপোক্ত জুতা লাগে তাহলে আমাকে বলিয়েন,  ঈদ মৌসুমকে সামনে রেখে আমি এক মাসের জন্য আমি আমার খালাতো ভাইয়ের জুতার দোকানে তাকে সাহায্য করছি। ভাই আপনি ঠিক বলেছেন শুধু টিকটকই নয় বিভিন্ন রিল ভিডিওতে নট কয়েন এবং ট্যাপ সোয়াপ নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে। আমার এলাকার আশেপাশের আমার সমবয়সের বেশ কয়েকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্যাপ সোয়াপ সম্পর্কে ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিল এবং দুদিন কাজ করার পরে, তাদের সাথে দেখা হলে আমাকে বিষয়টি শেয়ার করে এবং আমাকেও কাজটি করার জন্য বলেছিল। আমি তাদের শুধু একটা কথাই বলেছিলাম যে এটি হয়তো স্ক্যাম করবে। তাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছিল, তুমি এত মহাজ্ঞানী না যে তোমার কথায় কান দিতে হবে। আমি কোন কথা বলিনি এবং তর্কেও জড়ায়নি , আমি মনে মনে তখন ভাবলাম সব ঝোঁকের বাঙালি।