আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা আশা করি ভালো আছেন । আমার একটু হেল্প দরকার কেউ জানলে দয়া করে বলবেন । আমি অনেকদিন ধরে বাউন্টি প্রজেক্ট খুজতেছি কিন্তু পাচ্ছি না কোথায় থেকে সহজে প্রজেক্ট হাতে নিতে পারব কেউ একটু বলবেন প্লিজ । আমি সব কিছু পরিচালনা করতে পারি কিন্তু কোথায় থেকে প্রজেক্ট আনবো সেটা বুঝতে পারতেছি না
যেভাবে গণহারে টেলিগ্রাম টাইপিং মাইনিং প্রজেক্টগুলো চলে আসছে তাতে করে বাউনটি প্রজেক্টের প্রমোশন করার কোন প্রয়োজন নেই। এজন্যই হয়তো আমাদের বিটকয়েন ফোরামে বাউনটি প্রজেক্টগুলো ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে উঠছে। আগে অনেক ভালো ভালো বাউনটি প্রজেক্ট থাকতো বর্তমানে ভালো বাউন্টি প্রজেক্ট নিয়ে বললেই চলে। ভবিষ্যতে বিটকয়েন ফোরামের কি অবস্থা হবে সেটাই ভাবছি। অনেক দামী দামী ইউজাররা বিটকয়েন ফ্রম থেকে প্রত্যাবর্তন করছে। হয়তো ভবিষ্যতে এখানকার আরো অনেক জনপ্রিয় ইউজাররা চলে যেতে পারে।