ভাই বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী চেতনা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যেখানে পৃথিবীর অমুসলিম দেশগুলো অস্ট্রেলিয়া সহ আরো ডজন খানেক দেশ ইসরাইলি পণ্যের বিপক্ষে কাউন্সিলিং করছে সেখানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতারা ইসরাইলি পণ্য নিয়ে বিজ্ঞাপন বানাচ্ছে। যদিও আমি এই সস্তা অভিনেতাদের নাটক পাঠক পছন্দ করি না তবু আজ থেকে এই সকল অভিনেতার উপর থেকে সকল আকর্ষণ উঠে গেল। এদেরকে অনলাইনে বয়কট করার পাশাপাশি কনসার্ট গুলো বয়কট করলে এরা পথে বসে যাবে। এরা স্বার্থের জন্য যেকোনো ধরনের কাজ করতে পারে এরা ইসলামী চেতনার বিপক্ষে সব সময় অবস্থান নিতে প্রস্তুত। আমি ইসরাইলি পণ্য বয়কট করেছি এবং আমার পরিবারকেও সর্বোচ্চ চেষ্টা করছি ইন্ডিয়ান ও ইসরাইলি পণ্য বর্জন করার জন্য।
আচ্ছা hamster Kombat Airdrop payment কিসের উপর দেবে কেউ বলতে পারবেন। কেউ বলছে প্রতি ঘন্টায় প্রফিটের উপর ভিত্তি করে দেবে আবার কেউ বলছে টোটাল ব্যালেন্সের উপর ভিত্তি করে দেবে। আমি মূলত দ্বিধা দ্বন্দ্বের উপর রয়েছি কি হবে যদি প্রফিটের উপর ভিত্তি করে দেয় তাহলে আমার প্রফিটের উপর খুব একটা বেশি এমাউন্ট নেই আবার টোটাল এমাউন্টের উপর দেবে কিনা এটা নিয়েও বিস্তারিত কোন এনাউন্সমেন্ট পেলাম না। কেউ যদি কোন কিছু জেনে থাকেন তাহলে এখানে রিপ্লাই দিয়ে আমার সমস্যাটা সমাধান করলে খুব উপকার পেতাম।
Hamster Kombat Airdrop payment নাকি প্রতি ঘন্টার প্রফিট এবং অন্যান্য কিছু এক্টিভিটি প্যারামিটার দেখে দিবে। এটা তাদের অফিসিয়াল টুইটার এর মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
Twitter Post link:
https://x.com/hamster_kombat/status/1798740666945519781
ভাই আমাকে একটু হেল্প করেন। কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম। যদি একটু বলে দিতেন তাহলে পরবর্তীতে সতর্ক হয়ে যেতাম।