Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 13/06/2024, 18:55:10 UTC

আচ্ছা hamster Kombat Airdrop payment কিসের উপর দেবে কেউ বলতে পারবেন। কেউ বলছে প্রতি ঘন্টায় প্রফিটের উপর ভিত্তি করে দেবে আবার কেউ বলছে টোটাল ব্যালেন্সের উপর ভিত্তি করে দেবে। আমি মূলত দ্বিধা দ্বন্দ্বের উপর রয়েছি কি হবে যদি প্রফিটের উপর ভিত্তি করে দেয় তাহলে আমার প্রফিটের উপর খুব একটা বেশি এমাউন্ট নেই আবার টোটাল এমাউন্টের উপর দেবে কিনা এটা নিয়েও বিস্তারিত কোন এনাউন্সমেন্ট পেলাম না। কেউ যদি কোন কিছু জেনে থাকেন তাহলে এখানে রিপ্লাই দিয়ে আমার সমস্যাটা সমাধান করলে খুব উপকার পেতাম।
বিভিন্ন ইউটিউব তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক এর কমেন্টে শত শত রিপ্লে এসেছে যেখানে বলা হয়েছে প্রফিট পার আওয়ার এ পেমেন্ট করবে। এবং অনেক আরো খুঁটিনাটি আনুষঙ্গিক বিষয়ে তারা পেমেন্ট করে থাকবে। সে ক্ষেত্রে যারা ঠিকভাবে ফলো করে নাই তাদের ক্ষেত্রে খুব সম্ভবত টোকেন না পাওয়া সম্ভাবনা রয়েছে। কাজেই ওয়ালেট কানেক্ট করার ইন্সট্রাকশন এসেছে যারা ওয়ালেট কানেক্ট করেননি তারা ওয়ালেট কানেক্ট করে নিন। তবে খুব সম্ভবত এই মাসের মধ্যেই ট্রেডিং শুরু করে দেবে এবং যারা এখন পর্যন্ত প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেনি তারা খুব দ্রুত আপনার প্রফিট পার আওয়ার বৃদ্ধি করে নিন তা না হলে পরবর্তীতে আফসোস করতে হবে।
ইউটিউব ভিডিও বিষয় না। আপনি Hamster এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের এনাউন্সমেন্ট দেখেন অফিসিয়ালভাবেই বলা হইছে যে profit per hour এর উপর ও আরো কিছু বিষয়ে উপর নির্ভর করে রিওয়ার্ড পাবেন মাইনার রা। আরো কিছু বিষয় হতে পারে কে কতগুলো কম্বো কমপ্লিট করেছে বা কে কতগুলো কার্ড কিনেছেন। আমি এই বিষয়ে শিওর নই তবে আমি কিছুটা এমনই মনে হচ্ছে।

Hamster আগামিকাল ১৪ তারিখ kucoin এর প্রি মার্কেটে ক্রয় বিক্রয় শুরু হবে। সেখানে সম্ভবত NFT কার্ড ক্রয় বিক্রয় করা হবে। দেখা যাক এগুলোর ভ্যালু কেমন পাওয়া যায়।