বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।
Hamster Combat কনসেপ্ট এবং রোডম্যাপ দেখে তো আমার নিকট মোটামুটি ভালই লাগতেছে। তারপরও কোন কিছুই আগে থেকে বলা যায় না। তার উপরে অলরেডি Z_MBFM ভাই মেনশন করেছেন যে এটি ১৭ তারিখের গো করেনে প্রি মার্কেটে ক্রয় বিক্রয় হওয়ার কথা আর এটি যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলব যারা এই Hamster Combat নিয়ে কাজ করেছিলেন তারা হালকা পাতলা কিছু কামই নিতে পারতেছেন।
বিব্রতকর তথ্য ও আনুষঙ্গিক কিছু ভুল বিশ্লেষণ এই অ্যাডভার্টিজমেন্ট মধ্যে উঠে এসেছে যার চির সেরা বিশ্লেষণ করলেন ডাক্তার পিনাকী। আমি নিচে ভিডিও লিংক দিয়ে দেব তবুও কিছু কথা না বলে নয়। বিশ্বের আরব লীগ মুসলমান দেশগুলো নিয়ে একটি জোট যেখানে গত ৩০ বছর অধিক সময় ধরে এই কোকাকোলা কে বয়কট করে আসছে অথচ এই অভিনেতারা ভুল তথ্যে বলা হয়েছে ১৩৮ বছর ধরে ১৯০ টিরও বেশি দেশে কোকাকোলা খায় এবং নাকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে।
অনেক মানুষের ভিডিওর লিংক আপনি মেনশন করেছেন, তিনি একজন ভালোবাসার মানুষ। আমি আসলে খুশি হচ্ছি যে বাংলাদেশী বাঙালিরা কোকাকোলার এই লাস্ট এডভারটাইসমেন্ট দেখে কোকাকোলা কে উল্টো বয়কট করতেছে তবে ভুলে গেলে চলবে না যে কোক স্টুডিও গান নিয়ে আসলে আমরা বাঙালিরা ফাল পারতে পারতে গিয়া শুনি এটিও বন্ধ করা উচিত। প্রীতম হাসান কিছুদিন আগেও একটা গান নিয়ে আসলো ওটাও অ্যাভয়েড করা উচিত। এদেরকে আনসাবস্ক্রাইব করা উচিত। শুধু এক দুইটা বিষয় মাথায় রাখলে হবে না।
সেই সাথে মেনশন করতে চাই যে কোকাকোলার তো সাব-ব্র্যান্ড রয়েছে কিন্তু-
kinley water, Fanta আরো কয়েকটা আছে সেগুলোর নাম মনে নাই এগুলোও মাথায় রাখতে হবে আমাদের।